বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

হাওর বার্তা ডেস্কঃ হেমন্তের মাঝামাঝিতে এসে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে হালকা বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে দুই থেকে তিন দিন পরে শীতের অনুভূতি বাড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘এই সময়ে এই ধরনের হালকা বৃষ্টি হয়ে থাকে। রোববার থেকে পরিস্থিতির উন্নতি হবে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে এই কুয়াশা আর বৃষ্টি হচ্ছে।’

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। থেমে থেমে বৃষ্টিও হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর