দুই মুসলিম বিজ্ঞানী দম্পতির হাত দিয়ে করোনা ভ্যাকসিন আবিষ্কার

হাওর বার্তা ডেস্কঃ ড. উগার শাহিন ও ওজলেম তুরেসি নামে দুই মুসলিম বিজ্ঞানী দম্পতির হাত দিয়ে করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন সামনে ঠিক তখনই ফাইজার ও জার্মানভিত্তিক বায়োএনটেক কোম্পানিই প্রথম এই সুখবরটি দিয়েছে।বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা উগার শাহিন বলেন, এবছরের শেষ দিকে আমরা ইউরোপীয়ান ইউনিয়নের দেশসমূহে করোনার টিকা বিতরণ করতে পারব। –ইউরোনিউজ, এএফপি, এপি

ফাইজার যে করোনা ভ্যাকসিনটির ঘোষণা দেয়, তা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকর বলে জানা যায়। আর বড় সুখবর হলো, এ প্রথম ভ্যাকসিনটি আবিস্কৃত হয়েছে এক নিবেদিত মুসলিম দম্পতির হাত ধরে। তাদের নাম উগার শাহিন ও ওজলেম তুরেসি।এই সুখবরটির মূল্য এই সময়ে কত তা অনুমান করা যাবে না। মুসলিম উম্মাহর গর্ব করার মত বিষয় বটে। তিনি এএফপিকে বলেন, ২০২১ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ান ইউনিয়নের অধিভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে বিতরণ করা সম্ভব হবে। তার জন্য দরকার যথাযথ কতৃপক্ষীয় স্বীকৃতি বা অনুমতি। আমরা এবছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয়ান ইউনিয়ন বা উভয়ের অনুমতি পেতে পারি। আজ শুক্রবার মার্কিন ওষুধ প্রশাসন, এফডিএর দপ্তর এসংক্রান্ত একটি তৈরি করতে যাচ্ছে। আমরা খুব সম্ভব ডিসেম্বরে টিকা সরবরাহ করতে পারব। তিনি এপিকে বলেন, এটিকা হবে করোনা প্রতিরোধে অসাধারণ প্রতিষেধক।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর