সুনামগঞ্জে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ১০ পরিবার পেল নতুন ঘর

হাওর বার্তা ডেস্কঃ সমতলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে নেয়া উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুরে ১০টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বড়দল উওর ইউনিয়নের রাজাই-কড়ইগড়া, শ্রীপুর উওর ইউনিয়নের বুরুঙ্গাছড়া ও লালঘাটসহ বিভিন্ন গ্রামে উপকারভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেনসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২ লাখ ২০ হাজার টাকা ব্যায় করে প্রতিটি সেমিপাকা ঘর নির্মণ করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর