একা থাকতে থাকতে ক্লান্ত অভিনেত্রী তিশা

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ফারজানুল হকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর তাদের এ সম্পর্ক পরিণয়ে রূপ নেয়। শুরুতে বিয়ের কথা গোপন রাখলেও পরে তা নিজেই প্রকাশ্যে আনেন তিশা।

বিচ্ছেদের ঘোষণা দিলেন তাসনুভা তিশা | breakingbdnews24

তারপর ভালোই চলছিল এই দম্পতির জীবন। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান আনুশ। কিন্তু চার বছরের মাথায় তাদের মধ্যে শুরু হয় তিক্ততা। ২০১৮ সালের ২১ মে ফারজানুল হকের সঙ্গে তার আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়।

কফির বিজ্ঞাপনে তাসনুভা তিশা

দাম্পত্য কলহ ও বিবাহবিচ্ছেদ তিশার ব্যক্তিগত জীবনে দারুণ প্রভাব ফেলে। অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। সবকিছু মিলিয়ে শোবিজ অঙ্গন থেকে অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন। সব বাধা-বিপত্তি পাশ রেখে আবার ঘুরে দাঁড়ান তিশা। সরব হন অভিনয়ে। চলতি বছরে মুক্তি পাওয়া তার অভিনীত ‘আগস্ট ১৪’ ওয়েব সিরিজটি মুক্তির পর প্রশংসা কুড়ান তিনি।

তাসনুভার বিবাহবিচ্ছেদের পর কেটে গেছে ২ বছরের বেশি সময়। এখন সন্তান ও অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু নতুন করে ঘর বাঁধার বিষয়ে কী ভাবছেন এই অভিনেত্রী? তাসনুভা তিশা বলেন— এখনই বিয়ে নিয়ে কিছু ভাবছি না। যদিও একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। আবার এটাও ভাবি একাকী জীবন ভালোই লাগে। শুধু ফেসবুকে মানুষের বিয়ের পোস্ট দেখে মনে হয় আমারও বিয়ে করা উচিত। কিন্তু আগে বিয়ে করে যে কষ্ট পেয়েছি, এখন আর সাহস পাই না। তা ছাড়া বিশ্বাস করার মতো কাউকে পাচ্ছি না।

গল্পনির্ভর নাটকে কাজ করতে চান তাসনুভা তিশা | ছায়াছন্দ

বিয়ে দুজন মানুষের বোঝাপড়ার বিষয়। তাই বিয়ের পূর্বে ভালো বোঝাপড়া জরুরি। আবার বিয়ে করলে একই ভুল করতে চান না তিশা। তার ভাষায়— ভুল একবার করেছি, দ্বিতীয়বার একই ভুল করতে চাই না। এ জন্য বিয়ে করতে ভয় পাচ্ছি। প্রয়োজনে আরও পাঁচ বছর অপেক্ষা করতে চাই। কিন্তু মনের মতো একজন পাত্র চাই।

টিভি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু তাসনুভা তিশার। এরপর কাজ করেন বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিওতে। অল্প সময়ের মধ্যেই নির্মাতাদের পছন্দের তালিকায় জায়গা করেন নেন তিনি। অভিনয় করেছেন ‘চল যাই’ নামে একটি চলচ্চিত্রেও। তার ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত কাজ ‘আগস্ট ১৪’। এতে ‘ডার্ক’ চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর