হারলেও জামাল ভুঁইয়ারা সিরিজ জিততে পারেন

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ও নেপাল ফিফা প্রীতি ম্যাচ। টায়ার-১ স্বীকৃতি পাওয়া দুই ম্যাচ। মুজিববর্ষ দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে নেপালকে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে। বাংলাদেশ যদি আজ নেপালের বিপক্ষে ড্র করে কিংবা ১-০ গোলে হেরে যায়, তাহলেও সিরিজ বাংলাদেশের।

যদি ২-০ গোলে হারে বাংলাদেশ, খেলা টাইব্রেকিংয়ে গড়াবে। টাইব্রেকারে সিরিজ বিজয়ী দল নির্ধারণ করা হবে। বাংলাদেশ ও নেপাল কোনো দলই টাইব্রেকিং পর্যন্ত যেতে রাজি নয়। তারা চাইছে ৯০ মিনিটের লড়াইয়ে সিরিজ জিতে নেবে।

এটি নেপালের জন্য কঠিন হবে, কারণ সিরিজ জিততে হলে নেপালকে ৩ গোলে জিততে হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ দেখে অনুমান করা যায় নেপাল ৩ গোল করতে পারবে কি পারবে না। তার পরও ফুটবলে রেজাল্ট আগাম বলাও যায় না।

যে কোনো কিছুই ঘটতে পারে। ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৭ এবং নেপাল ১৭০ নম্বরে রয়েছে। ১৭ ধাপ ওপরে রয়েছে নেপাল। বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচ জিতলে র্যাংকিংয়েও ওপরে যাবে জামাল ভুঁইয়ারা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর