ম্যারাডোনা হাসপাতাল থেকে ছাড়া পেলেন

হাওর বার্তা ডেস্কঃ আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা সফল অস্ত্রোপচারের পর দ্রুতসুস্থ হয়ে উঠেছেন। ৮ দিন হাসপাতালে কাটানোর পর অবশেষে বাড়ি ফিরেছেন ম্যারাডোনা। বুয়েন্স আয়ার্সের অলিভোস হাসপাতাল ত্যাগের সময় সমর্থকরা প্রিয় তারকাকে উষ্ণ অভিবাদন জানিয়েছেন। এ সময় হাসপাতালের বাইরে সমর্থক ছাড়াও গণমাধ্যম কর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। যদিও ম্যারাডোনাকে তাদের সাথে কথা বলার অনুমতি দেয়া হয়নি।

হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। এ সময় ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন।

সমর্থকদের ভিড়ে একটি ব্যানার সবার নজরে এসেছে যেখানে লেখা ছিল, ‘চিরন্তন ধন্যবাদ’। এর আগে লুকে ইন্সটাগ্রামে ৬০ বছর বয়সী ম্যারাডোনাকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে হাসতে থাকা ম্যারাডোনার মাথার একপাশে ব্যান্ডেজ দেখা গেছে। আগামী বেশ কয়েকদিন ম্যারাডোনাকে বুয়েন্স আয়ার্সের ৩০ কিলোমিটার উত্তরে টিগ্রেতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর