বার্সায় কোচের সিদ্ধান্তই শিরোধার্য

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক বিরতি শেষে আজ আবার মাঠে ফিরছে লা লিগা। লা লিগায় রাত ১টায় গেটাফের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। তার আগে বার্সার সব খেলোয়াড়দের অলিখিতি এক বার্তা দিয়ে রাখলেন ক্লাবটির কোচ রোনাল্ড কোমান। বিশেষ করে, আঁতোয়ান গ্রিজমানকে উদ্দেশ্য করে কোমান বলেছেন, ‘এখানে কোচের সিদ্ধান্তই শিরোধার্য।’

কোমান বার্সায় যোগ দেওয়ার পর থেকে দলের তারকা ফুটবলারদের সঙ্গে বিরোধের গুঞ্জণ শোনা যাচ্ছিলো। মেসির দলবদলের গুঞ্জনের সময় শোনা যাচ্ছিল, এখন আর আগের মতো মূল্যায়ন পাবেন না মেসি, দলই সবার আগে কোমানের কাছে। এরপর তো লুইস সুয়ারেজের সঙ্গে বলা চলে প্রকাশ্যে বিরোধ সামনে চলে আসে। যার দরুণ অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমান সুয়ারেজ।

এবার গ্রিজমানের সঙ্গে বিরোধ লেগেছে বার্সা কোচের। বার্সেলোনায় ফ্রন্ট থ্রি-র ডান পাশে খেলেন গ্রিজমান। তবে এই পজিশনে খুব একটা স্বচ্ছন্দ নন তিনি। আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সে আক্রমণের ভাগের মধ্যমণি হয়ে খেলেছেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের নেশন্স লিগের ম্যাচের পর বলেছিলেন, ‘দিদিয়ের দেশম (ফ্রান্স কোচ) তাকে তার সেরা পজিশনে খেলান।’

তবে গ্রিজমানের এমন মন্তব্য মোটেই ভালোভাবে নেননি কোমান। গেটাফের বিপক্ষে ম্যাচের আগে গ্রিজমানের উদ্দেশ্যে তার পরিষ্কার বার্তা, ‘আমি দলের ভালো চিন্তা করেই দল সাজাই। এখানে কোচের সিদ্ধান্তই শিরোধার্য। খেলোয়াড়দের দায়িত্ব হচ্ছে, যখন তারা সুযোগ পাবে, তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’

বার্সার এই ডাচ কোচ আরও যোগ করেন, ‘আমি আঁতোয়ানের সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি, আক্রমণভাগের ডান পাশেই তাকে আমাদের দরকার। সে তিনটি পজিশনে খেলতে পারে। নাম্বার টেন এবং নাম্বার নাইন হিসাবেও খেলতে পারে সে। আমি যখন নেদারল্যান্ডসের কোচ হিসাবে ফ্রান্সের বিপক্ষে খেলেছি, সে তখন ডান পাশে খেলেছে। আমার তার সঙ্গে কোনো সমস্যা নেই। আমি প্রত্যেক পজিশনে শুধু একজন খেলোয়াড়ই খেলাতে পারি। আমি খেলোয়াড়দের তারা যে পজিশনে স্বচ্ছন্দ, তার বাইরে খেলাতে চাই না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর