নেইমারের হ্যাটট্রিকে দাপুটে জয় ব্রাজিলের

 হাওর বার্তা ডেস্কঃ নেইমারের হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাগতিক পেরুর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। নেইমারের হ্যাটট্রিক ছাড়াও আরো একটি গোল করেছেন রিচার্লিসন। বিশ্বকাপ বাছাইপর্বে এটি ব্রাজিলের দ্বিতীয় জয়।ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে পূর্ণ আস্থার কথা জানিয়েছিলেন কোচ তিতে। তার প্রতিদানই দিলেন এই ম্যাচে। সুপারস্টারের দুর্দান্ত নৈপুণ্যে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিলিয়ানরা। আগের ম্যাচে বড় জয়ে ফুরফুরে মেজাজে দল। তবে এদিন ম্যাচটা ছিল পেরুর মাঠে। তাই সাবধানী নেইমাররা। কিছু বুঝে উঠার আগেই ব্রাজিলকে ভরকে দেয় স্বাগতিক পেরু। ৬ মিনিটে গোল করেন ক্যারিলো। এগিয়ে যায় রিকার্ডো গ্যারেকা শিষ্যরা। আভাস আসে অঘটনের।

তবে ২৮ মিনিটে ম্যাচে ফিরে সফরকারীরা। ডি বক্সের ভেতরে নেইমারকে অবৈধ বাধা দিলে পেনাল্টি পায় সেলেসাওরা। নিখুঁত স্পট কিকে গোল করেন নেইমার। সমতায় ফেরে দল। এরপর আবারো ৫৯ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। এবার স্পট লাইটে রেনাটো তাপিয়া। ২-১’য়ে এগিয়ে যায় পেরু। আর এখানেই অঘটনের সমাপ্তি পেরুবিয়ানদের। বাকি সময়টা দাপট দেখিয়েছে ব্রাজিল। ম্যাচের ৬৪ মিনিটে সমতায় ফেরে তিতে বাহিনী। গোল করেন রির্চালিসন।

শেষ দশ মিনিটে নেইমার নৈপুণ্য দেখেছে ফুটবল বিশ্ব। ৮৩ মিনিটে আরো এক পেনাল্টি আদায় করে নেয় ব্রাজিল। এবারো মিস করেননি সেলেসাও অধিনায়ক নেইমার। ৩-২’য়ে এগিয়ে নেন দলকে।

জয়টা তখন সময়ের অপেক্ষা। শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে আবারো নেইমার ঝলক। এবার বোকা বানান পেরুর রক্ষণকে। আরো এক গোলের সাথে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান। সেই সাথে নিশ্চিত হয় ৪-২ গোলের জয়। এই জয়ের মধ্য দিয়ে আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর