বন্ধ ছাত্রাবাসে জুয়ার আসর, মিলল আড়াই লাখ টাকা

হাওর বার্তা ডেস্কঃ বগুড়া শহরের সেউজগাড়ীতে বন্ধ ছাত্রাবাসে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে। পরে তাদের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুয়াড়িদের কাছ থেকে ২ লাখ ৪১ হাজার ৬৩০ টাকা জব্দ ও জুয়া খেলার বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়।

বুধবার রাতে সেউজগাড়ীর বেলালের ছাত্রাবাসে অভিযান চালায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। অভিযানে জুয়াড়িদের সাজা প্রদান করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।

সাজাপ্রাপ্ত জুয়াড়িরা হলেন, বগুড়া সদরের উলিপুর এলাকার সামছুল আলমের ছেলে সামিউল আলম সোহাগ (৩৫), দুপচাঁচিয়ার আলতাফ নগরের বাবুর ছেলে মামুন (২৬), একই উপজেলার কুচপুকুরিয়া গ্রামের মোজাম্মেল প্রামাণিকের ছেলে জামাল উদ্দিন প্রামাণিক, সদরের মালগ্রামের মিনারুলের ছেলে সেলিম রেজা (৩৮), কাহালু পাল্লাপাড়ার মৃত আফাজ মন্ডলের ছেলে আব্দুল আলিম (৩২), একই উপজেলার লক্ষ্মীপুরের মৃত হোসেন আলীর ছেলে আনছার আলী (৩৫), সাঘাটিয়ার মৃত আব্দুল রাব্বির ছেলে বাদল মিয়া (৫০), মহরাবারি গ্রামের হবিবরের ছেলে ফারুক ইসলাম (২৯), বগুড়া সদরের কুটুরবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৫) ও গাবতলী উপজেলার মরিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আব্দুল লতিফ (৪০)।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এএসপি স্বজল কুমার সরকার জানান, বেশ কিছুদিন থেকেই বিষয়টি আমাদের নজরদারিতে ছিল। বুধবার রাতে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে খেলার সময় আটক করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর