এক দশক পর নতুন সংস্করণে উইকিপিডিয়া

হাওর বার্তা ডেস্কঃ প্রায় এক দশক পর নতুন সংস্করণ আনতে যাচ্ছে উইকিপিডিয়া। এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালক ওলগা ভাসেলিভা।

সিএনএন’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ডেস্কটপ সংস্করণে এখনই কোনো পরিবর্তন নিয়ে আসছে না উইকিপিডিয়া। তবে ২০২১ সালের আগে পুরো নকশায় পরিবর্তন আসতে পারে।

নতুন সংস্করণে উইকিপিডিয়ার লোগো ছোট করার সাথে, সার্চ টুল ও সাইডবারেও আসছে পরিবর্তন। নতুন করে যুক্ত হতে পারে অ্যানিমেশন এবং ভাষা পরিবর্তনের জন্য নতুন বাটন।

উইকিমিডিয়া ফাউন্ডেশন এর মতে, কন্টেন্ট দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সে অনুযায়ী ইন্টারফেসের গতি বজায় রাখা সম্ভব হয়নি। সাইটটি আরো আকর্ষণীয় করে তুলতেই নতুন সংস্করণ করা হচ্ছে। তবে মোবাইলে এই সংস্করণ থাকছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, উইকিপিডিয়া একটি সম্মিলিতভাবে সম্পাদিত, বহুভাষিক, মুক্ত প্রবেশাধিকার, মুক্ত কন্টেন্ট সংযুক্ত একটি ইন্টারনেট বিশ্বকোষ। যে কেউ ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে যে কোনো নিবন্ধের সম্পাদনা করতে পারেন। যা সম্মিলিতভাবে ইন্টারনেটের সর্ববৃহৎ এবং সর্বাধিক জনপ্রিয় সাধারণ তথ্যসূত্রের ঘাটতি পূরণ করে থাকে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর