জুভেন্টাসে রোনালদোর সঙ্গী হতে প্রতারণার আশ্রয় নিয়েছেন সুয়ারেজ

হাওর বার্তা ডেস্কঃ বার্সেলোনা ছেড়ে যেতে হবে, তাই হন্যে হয়ে নতুন ঠিকানা খুঁজছেন লুইস সুয়ারেজ। জুভেন্টাসের সঙ্গে কথাবার্তা বেশ এগিয়ে গিয়েছিল। ইতালিয়ান পাসপোর্ট পেতে গত সপ্তাহে ভাষার পরীক্ষাও দেন।

কিন্তু ওই পরীক্ষাতেই সুয়ারেজ প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতির মাধ্যমে ভাষার পরীক্ষায় উরুগুইয়ান স্ট্রাইকার পাস করে গেছেন, একটি কল রেকর্ডিং হাতে পেয়ে তেমনটাই ধারণা করছে ইতালিয়ান পুলিশ।

ইতালিয়ান গণমাধ্যম ‘লা গেজেটা ডেলো স্পোর্ট’-এর প্রতিবেদন, সুয়ারেজের ভাষা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করছে দেশটির পুলিশ বিভাগ। তাদের ধারণা, ১৭ সেপ্টেম্বর হওয়া পরীক্ষার বিষয়বস্তু আগেভাগেই জানিয়ে দেয়া হয়েছিল সুয়ারেজকে। ফলে ইতালিয়ান ভাষা সম্পর্কে তেমন জ্ঞান না থাকার পরও পরীক্ষায় উতরে যান এই ফুটবলার।

ইতিমধ্যে একটি অডিও রেকর্ডও হাতে পেয়ে গেছে ইতালিয়ান পুলিশ। যেখানে দুইজনের কথোপকথন রয়েছে। তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে, পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে।

অডিও রেকর্ডে একজনকে বলতে শোনা যায়, ‘সে ১০ মিলিয়ন ইউরো আয় করে (প্রতি বছর), তাকে পরীক্ষায় পাশ করতে হবে।’ উত্তরে অন্যজন বলেন, ‘কিন্তু যদি সে ক্রিয়া মেলাতে না পারে, শুধু ইনফিনিটিভ (ক্রিয়ার রূপ) বলে যায়?’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর