গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা

হাওর বার্তা ডেস্কঃ বাঙালি চেতনার অন্যতম বাতিঘর ভাষা সংগ্রামী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন গৌরব-৭১।

শারিরিকভাবে অসুস্থতার কারণে শুক্রবার নিজ বাসায় আবদুল গাফফার চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক এফ এম শাহীন ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন।

এ সময় উপস্থিত ছিলেন রাজনীতিক, কলাম লেখক ও গবেষক মোনায়েম সরকার, গৌরব-৭১ এর উপদেষ্টা আল আমিন বাবু, বাণী ইয়াসমিন হাসিসহ আরো অনেকে।

সম্মাননা স্মারক প্রদানকালে গৌরব-৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, ভাষা সংগ্রামী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম অকুতোভয় যোদ্ধাকে সম্মাননা স্মারক তুলে দিতে পেরে আমরা গর্বিত। বাঙালি ও বাংলাদেশের জন্য আজীবন লড়াকু এই বীর যোদ্ধার অবদান সমগ্র বাঙালির হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তার সুস্বাস্থ‌্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর