বাংলাদেশে আসছে না আর্জেন্টিনা ফুটবল দল

হাওর বার্তা ডেস্কঃ ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ঢাকায় খেলতে আসে আর্জেন্টিনা। ওইবার আফ্রিকান ঈগল খ্যাত নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি।

সম্প্রতি প্যারাগুয়ে ফুটবল সংস্থার (পিএফএ) সোশাল মিডিয়ার পেজে জানানো হয়ে আগামী ১৮ নভেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে দলটি। ভেন্যু হিসেবে উল্লেখ করা হয় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। আরও জানানো হয়, তিন দিন আগে অর্থাৎ ১৫ নভেম্বর একই ভেন্যুতে ভেনিজুয়ালার বিপক্ষে অপর প্রীতি ম্যাচে অংশ নিবে প্যারাগুয়ানরা।

অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ জানানো হয়, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচটি নিয়েই তাদের আগ্রহ বেশি। শুধু এই ম্যাচটি নিয়েই চলছে আলোচনা।

যদিও ম্যাচ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা আসেনি দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির পক্ষ থেকে। এবার ফেডারেশনের সহসভাপতি তাবিথ আওয়াল জানলেন, এখনও বিষয়টা অমীমাংসিতই রয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ওয়াই কে কে এশিয়া গ্রুপ কিডস ফুটবল ক্লিনিক অনুষ্ঠানে যোগ দেন তাবিথ আওয়াল। এক প্রশ্নের জবাবে বাফুফের এই কর্তা বলেন, আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর