হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেট বিশ্বকাপ জ্বরে এখন বিশ্ব কাঁপছে। কিন্তু বিশ্বকাপে যখন টেলিভিশন সেটের সামনে বসে থাকতে পারছেন না; রাস্তাঘাট, যানজটে আটকে যাচ্ছেন তখন কীভাবে খেলা দেখবেন? সে ব্যবস্থাই করেছে মাই স্পোর্টস অ্যাপ।
বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল যুগপৎভাবে অ্যাপের মাধ্যমে মোবাইলে খেলা দেখার সুযোগ করে দিয়েছে। অর্থাৎ যাদের টেলিভিশনে খেলা দেখার সুযোগ মিলবে না তারা ইন্টারনেট সংযোগের মাধ্যমে মোবাইলে খেলা দেখতে পারবেন।
তবে এর আগে `মাই অ্যাপ`টি ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে।