খেলাধুলা ও সাংস্কৃতিক জাগরণের উৎস বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ – নৌপরিবহন প্রতিমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের কথা বলা হয়; যখন বঙ্গবন্ধুর কথা বলা হয় তখন সমগ্র বাংলাদেশ জাগরিত থাকে। ১৩ বছর আগে বাংলাদেশে খেলাধুলা ও সাংস্কৃতিক  বন্ধ ছিল-বলা যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো না। উপজেলা পর্যায়ে ক্রীড়াসংস্থাগুলো প্রায় তালা বন্ধ ছিল। জেলা পর্যায় কিছু কিছু খেলা হলেও জাতীয় পর্যায়ে সেভাবে অংশগ্রহণ ছিল না।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুর জেলার পার্বতীপুরে ‘বঙ্গবন্ধু ডিজটাল ল্যাপটপ এন্ড ডেক্সটপ কম্পিউটার ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে বলেই বাংলাদেশ খেলাধুলা ও সাংস্কৃতিক  এগিয়ে যাচ্ছে। এ জাগরণের উৎস আমাদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। প্রান্তিক পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন আমাদের সে কথাই বলে।

ফাইনালে টাইব্রেকারে ৫-৪ ব‍্যবধানে পার্বতীপুর দলকে পরাজিত করে চিরিরবন্দর দল চ‍্যাম্পিয়ন হয়।

পরে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

হরিরামপুর ইউনিয়নের চেয়ারম‍্যান মুজাহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম‍্যান হাফিজুল ইসলাম প্রামাণিক এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

#

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর