অষ্টগ্রাম উপজেলা রাষ্ট্রপতি আবদুল হামিদ শিশুপার্ক উদ্বোধন করেন এমপি তৌফিক

হাওর বার্তা ডেস্কঃ অষ্টগ্রাম উপজেলা সদরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি আবদুল হামিদ শিশু পার্ক উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের তিন বারের সংসদ সদস্য, রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনি শিশু পার্কটির ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই পার্কটিতে শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থাসহ রয়েছে নানান জাতের পশুপাখির ভাস্কর্য। উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন এর ঐকান্তিক প্রচেষ্টা ও আগ্রহে শিশু পার্কটি নির্মাণ করা হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ শিশু পার্ক উদ্বোধনের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খাঁন, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মোল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামসুল আলম, প্রেসক্লাব সভাপতি দেবপদ চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিশু পার্ক উদ্বোধনের পরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি। এর আগে এ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিতেও অংশ নেন তিনি।

উপজেলা পরিষদ থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলার সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

এছাড়া বিকালে দুর্গম হাওরের উন্নত চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে গড়ে ওঠা ডা. মো. নাজমুল হাসান ভূঁইয়ার মেহরাব হেলথ কেয়ার এন্ড জেনারেল হসপিটালের উদ্বোধন করেন এমপি তৌফিক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর