তিন বছর পর পাকিস্তান দলে সামি

প্রায় তিন বছর পর পাকিস্তান ক্রিকেট দলে ডাক পেলেন পেসার মোহাম্মদ সামি। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ৩৪ বছল বয়সী এ খেলোয়াড়কে। এছাড়া বিশ্বকাপে সুযোগ না পাওয়া ব্যাটসম্যান শোয়েব মালিকও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। তিনি সর্বশেষ পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেন গত বছর এপ্রিলে। আর ওয়ানডে খেলেছেন ২০১৩ সালের জুনে। অন্যদিকে দেশের হয়ে ৩৬ টেস্ট ও ৮৫ ওয়ানডে খেলা মোহাম্মদ সামি দেশের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১২ সালের জুনে। বিশ্বকাপে নিয়ম ভাঙার অভিযোগে বাংলাদেশ সফর থেকে বাদ পড়া ব্যাটসম্যান উমর আকমলও দলে ফিরেছেন। নতুন মুখ হিসেবে রাখা হয়েছে ১৯ বছর বয়সী নুমান আনোয়ার ও ইমাদ ওয়াসিমকে। অন্যদিকে আনওয়ার আলী, বিলাওয়াল ভাট্টি ও হাম্মাদ আজম দলে ফিরলেও বাদ পড়েছেন সাদ নাসিম, ইমরান খান ও হারিস সোহাইল। জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে। ২২ মে প্রথম টি-টোয়েন্টি হবে লাহোরে।

পাকিস্তান টি-টোয়েন্টি দল
শহিদ আফ্রিদি (অধি:), সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, নুমান আনোয়ার, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, আনোয়ার আলী, হাম্মাদ আজম, ইমাদ ওয়াসিম, বিলাওয়াল ভাট্টি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ সামি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর