একজনের জন্য বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায় দেরি হচ্ছে বাংলাদেশের

হাওর বার্তা ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন নাই। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অপেক্ষায় বাংলাদেশসহ বাদবাকি অংশগ্রহণকারী দলগুলো। তবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে কারা থাকছেন এ নিয়ে জল্পনা কল্পনার কমতি নেই বিসিবির। যদিও বাংলাদেশের স্কোয়াড অনেকাংশ চূড়ান্ত করেছে বিসিবির নির্বাচকরা।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে বিএসপিএ’র স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দল প্রায় চূড়ান্ত। তবে একটি জায়গা নিয়ে কিছুটা দ্বিধায় তারা।

কেন দল ঘোষণায় দেরি করা হচ্ছে প্রশ্ন ছুঁড়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘মোটামুটি এখন সবই ফাইনাল। আমি জানি না কেন দল ঘোষণায় দেরি করছে। ১৫ নম্বরটা নিয়েই শুধু আলোচনা হতে পারে। আর এ বিষয়ে আমাকে জিজ্ঞেস করার আসলে কিছু নেই। আমার মতে অধিনায়ক, নির্বাচক, কোচ উনারা যাকে খুশি দিতে পারে। তেমন কোনো প্রভাব পড়বে না তাতে।’

তবে ১৫ নম্বর স্থানটিতে কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান চান নাজমুল হাসান। মিডল অর্ডারের দিকে জোর দেয়া জরুরি মন্তব্য করে তিনি যোগ করেন, ‘ওপেনিংয়ের জন্য তামিম, সৌম্য, লিটন আছে। আমাদের মিডল অর্ডারের দিকে একটু গ্যাপ আছে। উদাহরণ স্বরূপ- যদি মিঠুন কোনো কারণে খেলতে না পারে তবে ওর জায়গায় আসবে কে! অথবা সাব্বিরের জায়গায় কে আসবে?’

এর আগে আসন্ন বিশ্বকাপের টিকিট কারা পাচ্ছেন সে নামগুলো জানিয়েছিলেন বিসিবি প্রধান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্কোয়াড নিয়ে পাপন বলেন, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান থাকছে।

এদের বাইরে মোসাদ্দেক হোসেন সৈকত, ফরহাদ রেজা, জহুরুল ইসলাম অমি ও এনামুল হক বিজয়ের নাম নির্বাচকমণ্ডলীর মাথায় রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর