সৈয়দপুরে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

হাওর বার্তা ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে ১৫ মিনিটের প্রবল শিলাবৃষ্টিতে আম, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে শুরু হওয়া শিলাবৃষ্টির ফলে গুটি আম সম্পূর্ণ ঝরে পড়েছে।

সে সাথে শাক-সবজিসহ ফসলের ক্ষেতেরও মারাত্মক ক্ষতি হয়েছে। সৈয়দপুর কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, উপজেলার প্রায় প্রতিটি এলাকায় এই শিলাবৃষ্টির প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এ মুহূর্তে নিরুপন করা সম্ভব না হলেও তা তুলনামূলকভাবে অনেক বেশি।

এদিকে বড় বড় আকারের শিলাখণ্ড পড়ায় অনেকস্থানে কাঁচা ঘরবাড়ি, টিনের চাল, মৃৎশিল্পীদের তৈরিকৃত বিভিন্ন মাটির জিনিসপত্র নষ্ট হয়েছে। ইটভাটাগুলোতে তৈরি করে রাখা ইট বৃষ্টিতে ভিজে আর শিলার আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর