অবৈধ

উইন্ডিজের অল রাউন্ডার মারলন স্যামুয়েলসের জন্য এটা নতুন কোনো ঘটনা নয়। এটা ক্যারিয়ারে তৃতীয় বারের ঘটনা। অভিযোগ সেই অবৈধ বোলিং অ্যাকশনের। ঠিকঠাক বোলিং করা হচ্ছে না- এই কারণে আবারও তাকে তলব করা হয়েছে আইসিসি থেকে। তার অ্যাকশনে যে খুঁত নেই তার প্রমাণ করার জন্য পাচ্ছেন আইনগতভাবে ১৪ দিন। এর আগে ২০০৮ ও ২০১৩ সালে একই অভিযোগে ৩৪ বছর বয়সী স্যামুয়েলসকে পরীক্ষার টেবিলে যেতে হয়েছিল। এবার শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্টে তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠেছে। অ্যাকশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার আগ পর্যন্ত তিনি ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন। দুই দফা শুদ্ধ হতে তার কুইকার ডেলিভারি বাদ দিতে হয়েছে। ৬০ টেস্টে এখন পর্যন্ত স্যামুয়েলস ৪১ উইকেট দখল করেছেন। ১৭৪ ওয়ানডেতে নিয়েছেন ৮৫ উইকেট। আর ৩৮টি টোয়েন্টি২০ ম্যাচ খেলে তার সংগ্রহ ১৯ উইকেট।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর