নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সিনেমা

এবার নির্মাণ হতে যাচ্ছে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে চলচ্চিত্র। ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙারি’ শিরোনামে এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন নির্মাতা এখলাস আবেদিন। বঙ্গবন্ধুর মৃত্যুর চল্লিশ বছর পরও তার আদর্শ ও জীবনী বর্তমান প্রজন্মের উপর কিভাবে প্রভাব বিস্তার করছে তার উপরে নির্মিত হবে ছবিটি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে ছবিটির শুটিং শুরু হবার কথা রয়েছে। পরিচালক এখলাস বলেন, অনেকদিন ধরেই এই ছবিটি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলাম। তার ধারাবাহিকতায় এতদিন আমি কাজও করে আসছিলাম। ছবিটির নাম ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ রেখে পরিচালক সমিতিতেও নিবন্ধন করেছিলাম। কিন্তু নিবন্ধনের কিছুদিন পর পরিচালক সমিতি এই নামটি নিয়ে আমকে আপত্তি জানিয়ে চিঠি দেয়। তিনি বলেন, আমাকে সরকারী অনুমোদন নিয়ে আসতে বলা হয়। এখন আমি এই অনুমোদনের কাজ নিয়েই ব্যস্ত আছি। খুব শিগগিরই সরকারী অনুমতি পাবো বলে আশা করছি। ছবির গল্প সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনী বর্তমান সময়ে আমাদের জীবনে কেমন প্রভাব বিস্তার করছে তা নিয়েই নির্মিত হবে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। যেখানে দর্শক দেখতে পাবেন, একটি থিয়েটার গ্রুপ বঙ্গবন্ধুর জীবনীর উপর একটি নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি নেয়। সে নাটকটিতে বঙ্গবন্ধুর চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে সৃষ্টি হয় জটিলতা। এরপর সবাই বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিতে থাকেন। এমনই একটি গল্প নিয়ে নির্মিত হবে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। ছবিটিতে অভিনয় করার কথা রয়েছে আলী যাকের, কাজী হায়াৎ, মামুনুর রশিদ, রোকেয়া প্রাচী, রেবেকা প্রমুখের।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর