নওয়াজ শরিফকে হত্যার চেষ্টায় ভারত

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হত্যার চেষ্টা চালাতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। নওয়াজ ছাড়াও এ তালিকায় রয়েছেন জামাতুদ দাওয়ার (জেইউ) প্রধান হাফিজ মোহাম্মদ সাঈদ। ১৭ অক্টোবর ২০১৫ তারিখে গোয়েন্দা সূত্রে এমন তথ্য পেয়েছে পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এ কথা জানার পর দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যুকৃত এক সার্কুলারে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হত্যার পরিকল্পনা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এর প্রেক্ষিতে প্রধামনমন্ত্রী ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। রবিবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের অনলাইন সংস্করণে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল শুক্রবার বলেন, দুই দিন আগে ওই সতর্কবার্তাটি পাওয়া গেছে। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) প্রধানমন্ত্রী ও জেইউর প্রধানকে হত্যার জন্য তাদের এজেন্টদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করেছে। পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাফিজ সাঈদকে হত্যা করতে পাঞ্জাবের সম্ভাব্য সব স্থানে ‘র’-এর এজেন্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে নওয়াজকে হত্যার পরিকল্পনার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মুসাদিক মালিক। জিও টিভিকে তিনি বলেন, এটা একটা ষড়যন্ত্র। আমরা জানি কিভাবে আমাদের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে হবে। তথ্যসূত্র: ডন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর