মেধাবী এক ক্রিকেটার খুঁজে পেয়েছে বাংলাদেশ

বয়স মাত্র আঠারো ছুঁইছুঁই হলেও বাইশ গজের পিচে ব্যাট হাতে আর উইকেটের পেছনে কিপিং গ্লাভস হাতে নিজেকে প্রমাণ করেছেন মেধাবী এক ক্রিকেটার হিসেবে।সবে মাত্র যাত্রা শুরু করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। জাতীয় ক্রিকেট লীগে খেলছেন সিলেটের হয়ে। অনূর্ধ্ব ১৯ দলের জার্সিতেও উজ্জ্বল এ ডানহাতি ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে তিন ম্যাচে ৩২.৫০ ব্যাটিং গড়ে জাকিরের সংগ্রহ ১৩০, সর্বোচ্চ ৮৯। অর্ধশতক হাঁকিয়েছেন ১ টি। দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ পারদর্শী জাকির। ব্যাট হাতে সে প্রমাণ রেখেছে বারেবারেই। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা অ-১৯ দলের বাংলাদেশ সফরের দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ নম্বরে বাটিং করতে নেমে খেলেন ৮৩ বলে ৮১ রানের ঝকঝকে ইনিংস। অপরাজিত ছিলেন একদম শেষ পর্যন্ত। নাজমুলের সাথে ১০৭ রান ও সাইফুদ্দিনের সাথে ৮০ রানের দুর্দান্ত দুইটি জুটিও গড়ে তুলেন। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ অ-১৯ শ্রীলঙ্কা সফরেও দারুণ পারফর্ম করেছিলেন জাকির হাসান। ৫ ম্যাচে রান করেন ১৬৭। এ তো গেল ব্যাটিংয়ের কথা। কিপিং গ্লাভস হাতেও দক্ষতার পরিচয় দিয়ে আসছেন তিনি। অ-১৯ দলের হয়ে ১৯ টি ওয়ানডে খেলেছেন জাকির হাসান। উইকেট কিপার হিসেবে ১৯ ম্যাচে জাকির তালুবন্দী করয়েছেন ৬ টি ক্যাচ ও স্টাম্পিং করেছেন ৪ টি। এক ইনিংসে উইকেট কীপার হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের সংখ্যা ৪ টি। আর ১৭ ইনিংসে ব্যাট করে রান করেছেন ৪৩৬, অর্ধশতকের সংখ্যা ৩। ব্যাটিং গড় ৩৩.৫৩। আগামী বছর বাংলাদেশেই অনুষ্ঠিত হবে অ-১৯ বিশ্বকাপ। ঘরের মাটিতে বিশ্বকাপ, নিজেকে মেলা ধরার জন্য চমৎকার এক প্লাটফর্ম। ধারাবাহিক পারফরম্যান্সের ছাপ রাখতে চাইবেন জাকির। তবে এখনও বাকি অনেক পথচলা। সব চাপ সামলে এগিয়ে যেতে হবে সঠিক পথ ধরে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর