বিএনপির শীর্ষ ১৪ নেতার জামিন স্থগিতের বিষয়ে আদেশ ২৪ ফেব্রুয়ারি

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর হাতিরঝিল ও খিলগাঁও থানায় নাশকতা দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদসহ ১৪ শীর্ষ নেতাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের বিষয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি আদেশ দেওয়া হবে।

শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেছেন। এদিন, আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে, আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ব্যারিস্টার মওদুদ আহমদসহ মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আমান উল্লাহ আমান ও ডাক্তার এম জেড জাহিদ, বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর