বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স পেলেন সেনাপ্রধান

হাওর বার্তা ডেস্কঃ সৌদি সরকারের পক্ষ থেকে সৌদি আরব সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে বিশেষ সম্মাননা ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান করা হয়েছে। রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রোয়ায়লি গতকাল সেনাবাহিনী প্রধানকে ওই মেডেল পরিয়ে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ সময় সৌদি সশস্ত্র বাহিনীর পৃষ্ঠা ১৭ কলাম ৪
ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কর্মকর্তাবৃন্দ ও সেনাবাহিনী প্রধানের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সৌদি সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধানকে এই সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের ৭ দিনের এই সরকারি সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতামূলক দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর প্রেক্ষিতে আগামী ১৪ই ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর