কিশোরগঞ্জে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় আগামী ১৯ জানুয়ারি শনিবার ৪ লাখ ৯৯ হাজার শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে সোমবার (১৪ জানুয়ারি) ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হল রুমে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান।

আগামী ১৯ জানুয়ারি সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ৬-১১ মাসের শিশু ৫৮,০০০ জন, ১২-৫৯ মাসের শিশু ৪,৪১,০০০ জন মোট ৪৯৯০০০জন শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

তিনি জানান, কিশোরগঞ্জের ২৯২৬ টি কেন্দ্রে আমাদের ৭১০৩ জন স্বাস্থ্য কর্মী কাজ করবে। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ভিটামিন এ+ক্যামপেইন উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, হাসপাতাল তত্ত্বাবধায়ক সুলতানা রাজিয়া, বিএম এর সাধারণ সম্পাদক আঃ ওহাব বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডাঃ তপন কুমার দত্তসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিয়ালাত করেন সাংবাদিক আমিনুল হক সাদী, পবিত্র গীতা থেকে পাঠ করেন ইপআই তত্ত্বাবধায়ক বিমল চন্দ্র রায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর