ফের মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন তিন টেকনোক্র্যাট মন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সরকারের একাদশ সংসদের মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন তিন টেকনোক্র্যাট মন্ত্রী। এর মধ্যে দু’জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।

রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তারা হলেন- ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি), মোস্তাফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি) মন্ত্রী। ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এদের মধ্যে ইয়াফেস ওসমান ও মোস্তাফা জব্বার গত মন্ত্রিসভারও সদস্য ছিলেন।

আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর