অবশেষে হুইল চেয়ারে এসে শপথ নিলেন এরশাদ

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমইচ) থেকে হুইল চেয়ারে করে এসে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ রোববার বেলা ১২টার পর রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদকে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগ, শুক্রবার জাতীয় পার্টি, বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও শপথ নেননি এরশাদ।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনে মহাজোটের প্রার্থী ২৮৮টি আসনে বিজয়ী হয়। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন। মহাজোটের শরিকরা শপথ নিলেও ঐক্যফ্রন্টের কোনও সংসদ সদস্য এখনও শপথ নেননি।

এর আগে গতকাল শনিবার এরশাদ আবারো সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন। শনিবার দুপুরের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানানো হয়েছিল, রোববার তিনি শপথ নিতে পারেন।

শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় এককভাবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাংসদ জিএম কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর