রংপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে কম্বল বিতরণ

হাওর বার্তা ডেস্কঃ রংপুর জেলার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে শনিবার সকালে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট।

জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব প্রধান অতিথি থেকে মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, ‘রংপুর জেলায় ইতোমধ্যে পঞ্চাশ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে রাতে ভাসমান হতদরিদ্র মানুষদের শীতবস্ত্র দেয়া হয়েছে। প্রয়োজনে আরো দেয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে জেলার অন্য উপজেলাগুলোতে শীতার্ত মানুষদের শীতবস্ত্র দিয়েছি। আরো ৩০ হাজার কম্বল চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। কাউকে শীতের কষ্ট পোহাতে হবে না।’

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা, মতিয়ার রহমান, সহকারী কমান্ডার (সাংগঠনিক) আতিয়ার রহমান, রংপুর প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, আকবর হোসেন ও আবুল মাসুদ চৌধুরী নান্টুসহ মহানগর ও সদর ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর