রাজশাহীতে ৫০ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই

হাওর বার্তা ডেস্কঃ বছরের প্রথম দিনে রাজশাহীতে ৫০ লাখ নতুন বই পেয়েছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে নতুন বছরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

কলেজিয়েট স্কুল চত্বরে পাঠ্যপুস্তক উৎসবে ড. নূরজাহান বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক তৌহিদ আরা।

২০১৯ সালে রাজশাহী জেলায় প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থী আছে ৬ লাখ ৪৯ হাজার ৬৪২ জন। এসব শিক্ষার্থীর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিতরণ করা হয়েছে ৪৯ লাখ ৯৯ হাজার ৭৪৩টি বই।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, জেলায় নতুন বছরে প্রাথমিক পর্যায়ে ৩ লাখ ৫ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থীদের হাতে বিভিন্ন বিষয়ের ১৪ লাখ ১১ হাজার ৫৫৮ টি নতুন বই তুলে দেয়া হয়েছে।

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মাধ্যমিক পর্যায়ে ২০১৯ সালে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ৩ লাখ ৪৪ হাজার ৬ জনের মাঝে ৩৫ লাখ ৮৮ হাজার ১৮৯টি বই বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর