উৎসাহ-উদ্দীপনায় সারাদেশে ভোটগ্রহণ শুরু

হাওর বার্তা ডেস্কঃ দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় একযোগে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারই প্রথম নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিগত নির্বাচন বর্জনকারী দলগুলো ভোটের লড়াইয়ে রয়েছে।

বিপুল প্রত্যাশার ভোট আজ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের প্রায় ১০ কোটি সাড়ে ৪২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী পাঁচ বছরের জন্য দেশের শাসনভার তুলে দিতে তারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন। প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসন বাদে জাতীয় সংসদের ২৯৯টি আসনে আজ রোববার ভোটগ্রহণ হচ্ছে।

এই নির্বাচনে ৩৯টি রাজনৈতিক দল অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ (নৌকা) ও বিএনপির (ধানের শীষ) মধ্যে। ভোটে আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছে মহাজোটের। ১৪ দলীয় জোটের নেতৃত্বেও আছে দলটি। আর বিএনপি আছে ২০ দলের নেতৃত্বে ও ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক হিসেবে। সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হলো কারা পরবর্তী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্বে আসছে, রাষ্ট্রক্ষমতায় আসছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর