ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে নিহতের সংখ্যা এখন ১৬৮

হাওর বার্তা ডেস্কঃ ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেইট উপকূলে ভয়াবহ সুনামিতে নিহতের সংখ্যা এখন ১৬৮। আহত হয়েছেন অন্তত ৭০০ জন। শনিবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে এই সুনামি আঘাত হানে। এছাড়া এখনো নিখোজ রয়েছেন প্রায় ৫০ জন।

ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) জানায়, লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এ সুনামি হয়ে থাকতে পারে। কোনো ভূমিকম্পের ফলে এটির সৃষ্টি হয়নি।

সিএনএন জানায়, ৪৩০টি বাড়ি এবং ৯টি হোটেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাভা দ্বীপ ও সুমাত্রার মাঝখানে অবস্থিত সুন্দা স্ট্রেইট উপকূল জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এখন পর্যন্ত পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগেও দেশটিতে চলতি বছরের সেপ্টেম্বরে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। এতে নিহত হয়েছিলেন প্রায় ২ হাজার মানুষ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর