জেলেদের জালে ধরা পড়ল ১৪০ কেজি ওজনের বাঘাইড় মাছ

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী থেকে জেলেদের জালে ১৪০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। গতকাল শুক্রবার (২১ডিসেম্বর) মাছটি বিক্রির জন্য সিলেট নগরের বন্দরবাজার এলাকার লালবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন।

মাছটি কেটে শনিবার সকালে কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। দাম কেজি প্রতি আড়াই হাজার টাকা। গতকাল বিকেল চারটার দিকে আনোয়ার হোসেন জানান, বিক্রির জন্য মাছটি তিনি ওজন করেছেন। পুরো মাছটির দাম এখনো নির্ধারণ করা হয়নি।

গতকাল বিকেলে লালবাজারে দেখা যায় উৎসুক মানুষের ভিড়। অনেকেই মাছের দাম ও ওজন জানতে চাইছেন। অনেকে আবার নিজেদের ব্যবহৃত মুঠোফোন নম্বর তালিকাভুক্ত করে ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে দিচ্ছেন, যাতে পরে মাছ কিনতে পারেন। বিক্রি করতে সিলেট নগরে মাইকিং করা হয়।

মাছ দেখতে আসা ব্যবসায়ী রাসেল আহমদ গতকাল জানান, বাঘাইড় মাছের গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ আছে। স্থানীয় লোকজন এই মাছকে বাঘ মাছ বলেও ডাকেন। ১৪০ কেজি ওজনের বাঘ মাছ বাজারে আনা হয়েছে-এমন মাইকিং শুনে দেখতে এসেছেন। তিনি আরও জানান, দুই কেজি মাছ কিনতে নাম লিখিয়ে রেখেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর