ময়মনসিংহের মাঠে মহাজোট ও ঐক্যফ্রন্টের ২২ জন প্রার্থী

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহ জেলায় ১১টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও মহাজোট ও ঐক্যফ্রন্টের ২২ জন প্রার্থী একাদশ জাতীয় নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন। ময়মনসিংহ-১ আসনে জুয়েল আরেং আওয়ামী লীগ, আলী আজগর বিএনপি, ময়মনসিংহ-২ শরীফ আহমেদ আওয়ামী লীগ, শাহ শহীদ সারোয়ার বিএনপি, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) নাজিম উদ্দিন আহামেদ আওয়ামী লীগ, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বিএনপি, ময়মনসিংহ-৪ (সদর) মহাজোটের বেগম রওশন এরশাদ জাতীয় পার্টি, মো. আবু ওয়াহাব আকন্দ বিএনপি, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) কেএম খালিদ বাবু আওয়ামী লীগ, মোহাম্মদ জাকির হোসেন বিএনপি, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) এ্যাডভোকেট মোসলেম উদ্দিন আওয়ামী লীগ, ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ বিএনপি, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) হাফেজ রুহুল আমিন মাদানী আওয়ামী লীগ, ডা. মাহবুবুর রহমান লিটন বিএনপি, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) মহাজোটের ফখরুল ইমাম জাতীয় পার্টি, ঐক্যজোটের এ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান গণফোরাম, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আনোয়ারুল আবেদিন খান তুহিন আওয়ামী লীগ, খুররম খান চৌধুরী বিএনপি, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) ফাহমী গোলন্দাজ বাবেল আওয়ামী লীগ, ঐক্যজোটের সৈয়দ মাহমুদ মোরশেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, ময়মনসিংহ-১১ (ভালুকা) কাজিম উদ্দিন আহামেদ ধনু আওয়ামী লীগ, ফখরুদ্দিন আহমদ বাচ্চু বিএনপি। মহাজোট ও ঐক্যজোটের বাইরেও এসব আসনে জাতীয় পার্টি, বাংলদেশ কমিউনিস্ট পার্টি, বাংলদেশ ইসলামী আন্দোলন, জাকের পার্টি, এনপিপি, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর