একাদশ জাতীয় নির্বাচনে নূর মোহাম্মদের আসনে টিকে রইলেন মেজর আখতার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির আলোচিত-সমালোচিত নেতা মেজর (অব.) মো. আখতারুজ্জামান রঞ্জন। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, অন্য কমিশনার, ইসি সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে গঠিত ইসির আদালত তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

এর ফলে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর আখতার একাদশ জাতীয় নির্বাচন করার সুযোগ পাচ্ছেন।

এই আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত নূর মোহাম্মদ।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের দিনে এক ঋণখেলাপির জামিনদার হওয়ায় মেজর আখতারের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এরপর ৩ ডিসেম্বর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

এই আসনে বিএনপির আরেক প্রার্থী রয়েছেন। তিনি জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান কাঁকন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর