গ্রামের ৫ শতাধিক হত দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাতে শীতের আগমন এখনো ঘটেনি বললেই চলে। কিন্তু দেশের উত্তরের জেলাগুলোতে শীতের যে বেশ প্রকোপ পড়েছে তা টের পাওয়া গেল শীতবস্ত্র বিতরণ করতে এসে।

ডু সামথিং ফাউন্ডেশনের সামাজিক উদ্যোগ ইয়ুথস ফর দ্যা নেশনের উদ্যোগে শুক্রবার নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিস্তার চরের টেপাখরিবাড়ি গ্রামের ৫ শতাধিক হত দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন–ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম, স্বেচ্ছাসেবক আব্দুর রহিম প্রমুখ।

ডা. নাজমুল বলেন, ইয়ুথস ফর দ্যা নেশন সবসময় অসহায় মানুষদের সহযোগীতা কল্পে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে টেপাখরিবাড়ী গ্রামের ৫ শতাধিক মানুষকে শীতবস্ত্র দেয়া হলো। এ বছর আমাদের লক্ষ্য ২০০০ মানুষকে শীতবস্ত্র দেয়া। পর্যায়ক্রমে উত্তরাঞ্চলের বাকী জেলা গুলোতে দেয়া হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর