কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতির পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন কিশোরগঞ্জ-৪ (মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক। আজ বুধবার (২৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর হাতে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ আজিজুল হক, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ প্রমুখ।

রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ-৪ (মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম) আসনের দুইবারের সংসদ সদস্য।

মনোনয়ন পত্র জমা দিলেন রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, আমি প্রথমেই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমাকে তৃতীয়বারে মতো মনোনয়ন দেওয়ায়।

তিনি আরও জানান, (মিঠামইন-ইটনা-অষ্টগ্রামের) জনগণ সব সময় নৌকাকে বিজয়ী করেছে এবং নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। এবারও কিশোরগঞ্জ-৪ আসনের জনগণ নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর