প্রধানমন্ত্রীর সঙ্গে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের সঙ্গে বৈঠক চলছে

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের সঙ্গে বৈঠক চলছে। মঙ্গলবার বিকেলে গণভবনে এই বৈঠক শুরু হয়েছে।

এদিন বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থল ব্যাংকুয়েট হলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বৈঠকটি শুরু হয়। এর আগে গণভবনে পৌঁছান ১৫০-এর অধিক উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত সামরিক অফিসার। অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা প্রধানমন্ত্রী ও তার দলের পাশে থাকতে চান।

আগামী নির্বাচনী বৈতরণী পার হতে তাদের পক্ষ থেকে সামগ্রিক সহায়তা আশ্বাস দেয়া হয় প্রধানমন্ত্রীকে।

বৈঠকে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, যুগ্ম সম্পাদক আবদুর রহমান,  সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

এর আগে অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা গ্রুপে ভাগ হয়ে শেখ হাসিনাকে ফুলের তোড়া দিয়ে তার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় তারা স্লোগান দেন- ‘শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই’।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর