বয়স ৮৫ বছর, রাস্তায় ঘুরে মানুষের কাছে ভিক্ষে করে জীবন চালান

হাওর বার্তা ডেস্কঃ বৃদ্ধা মরমচান। বয়স ৮৫ বছর। স্বামী-সন্তানহীন মরমচান চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী। আজ রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে ভিক্ষে করে জীবন চালাচ্ছেন তিনি।

মরমচান জানতে চান, আর কত বয়স হলে পাবেন বয়স্কভাতা। পেট চালাতে প্রতিদিন সকালে বেরিয়ে পড়তে হয় ভিক্ষে করার জন্য।

শায়েস্তাগঞ্জে একটি মার্কেটে ভিক্ষা করতে আসলে তার সাথে কথা হয় এ প্রতিবেদকের।

মরমচান জানান, ২০ বছর আগে তার স্বামী মারা যায়। ছেলে-মেয়ে বলতে কেউ নেই তার। তাই অতিকষ্টে দিন যাপন করতে হচ্ছে। ভিক্ষা করে প্রতিদিন পায় ৫০-৭০ টাকা, এই টাকা দিয়ে চাল আর ডাল কিনে খেতে হয় তাকে। মাছ মাংস জোটে না তার কপালে। জীবন বাঁচাতে তার পরও সে চলছে এভাবেই।

বয়স্ক ভাতার সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে তিনি আঞ্চলিক ভাষায় বলেন, ইটা কিতা? ভাতা টাতা পাই না ভিক্ষা কইরা জীবন চালাই। ভিক্ষা কইরা যা পাই তা নুন ভাত খাই। মরমচান জানে না বয়স্কভাতা কি? অনেক বয়স্ক নারী-পুরুষ ভাতা পাচ্ছে, কিন্তু অনেকেই আবার তা থেকে বঞ্চিত। এ যেন পিছিয়ে পড়া এক মরমচান নয়, এক অবহেলিত শ্রেণির স্পষ্ট প্রতিচ্ছবি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর