দেশকে দারিদ্র্যমুক্ত ও পরিকল্পিতভাবে উন্নয়ন করতে চাই : প্রধানমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ আগামীতে দেশকে দারিদ্র্যমুক্ত ও পরিকল্পিতভাবে উন্নয়ন করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয় সরণিতে নির্মিত তোষাখানা জাদুঘর উদ্বোধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব। এই সুবর্ণজয়ন্তী পালনকালে আমি চাই না দেশে দারিদ্র্য থাকুক। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করে গড়ে তুলব-সেটিই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। তা ছাড়া আমরা জাতিসংঘের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) সেটিও গ্রহণ করেছি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর