আগামী ১৪ তারিখ পর্যন্ত সময় দিলো ইসি

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রচার প্রচারণায় লাগানো ব্যানার, পোস্টার, ফেস্টুন ১৪ নভেম্বরের মধ্যে নামিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কেট, রাস্তা, যানবাহন, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় যাদের নামে ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেটসহ যেসব প্রচার সামগ্রী রয়েছে তা ১৪ নভেম্বরের মধ্যে নামিয়ে ফেলতে হবে। আর এসব নামাতে হবে নিজ খরচে। এ সময়ের মধ্যে নামানো না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় ঠিকানার প্রতিষ্ঠান সমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন পেছানো হবে কি হবে না, সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল সোমবার (১২ নভেম্বর) নেওয়া হবে।

সিইসি নুরুল হুদা সাংবাদিকদের বলেন, আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিলাম। আমরা আপনাদের মাধ্যমে (গণমাধ্যমে প্রকাশিত খবর) জানতে পেরেছি, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। তাদের কেউ কেউ নির্বাচন পেছানোর বিষয়ে ইসিতে চিঠিও দিয়েছে।

সিইসি বলেন, সব দল আসুক। আমরা আগামীকাল (সোমবার) বসে নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব।

অন্যদিকে নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ বেশকিছু রাজনৈতিক দল। তবে তফসিলকে ‘সরকারের ইচ্ছার প্রতিফলন’ বলে অভিযোগ জানায় রাজপথের বিরোধী দল বিএনপিসহ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। যদিও শেষ পর্যন্ত রোববার দুপুরে আলাদা আলাদা সংবাদ সম্মেলনে এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট। তবে তারা নির্বাচনের তারিখ একমাস পেছানোর আবেদন জানিয়েছেন। তবে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কে এম বদরুদ্দোজার নেতৃত্বাধীন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট নির্বাচন এক সপ্তাহ পেছানোর আবেদন জানিয়েছে। জোটগুলোর এ সংক্রান্ত চিঠিও পৌঁছেছে নির্বাচন কমিশনে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর