৬৩৪ জনকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি

হাওর বার্তা ডেস্কঃ সহকারী অধ্যাপদ পদে প্রভাষক ও সমপর্যায়ের ৬৩৪ জনকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বুধবার (৩১ অক্টোবর) আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ৪০৯ জনকে অধ্যাপক এবং ২৫ অক্টোবর ৫৭৪ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।

এ নিয়ে তিন ধাপে শিক্ষা ক্যাডারের এক হাজার ৬১৭ জন কর্মকর্তা পদোন্নতি পেলেন।

সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়াদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আর শিক্ষা ছুটি, উচ্চশিক্ষা নেওয়ার জন্য প্রেষণ বা লিয়েনে থাকা কর্মকর্তাদের ছুটি শেষে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগ দিতে হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর