মন্ত্রিসভার বৈঠকে গরহাজির নৌমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন না নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। 

শাজাহান খানের নির্দেশেই সারা দেশে পরিবহন ধর্মঘট— মন্ত্রিসভায় তাকে এ বিষয়ে কিছু বলা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না, এ ধরনের কিছু হয়নি। কারণ, পারিবারিক একটি কাজের কারণে নৌমন্ত্রী বৈঠকে ছিলেন না। ফলে এটা নিয়ে সেভাবে কথা হয়নি।’

হঠাৎ করেই সদ্য সংসদে পাস হওয়া নিরাপদ সড়ক আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে গতকাল রোববার ভোর থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করছেন মালিক ও শ্রমিকরা।

এই আন্দোলনে দ্বিতীয় দিন সোমবারও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এই আন্দোলনের জন্য পরিবহন শ্রমিক নেতা হিসেবে নৌমন্ত্রী শাজাহান খানকে দায়ী করা হচ্ছে।

তবে রোববার সচিবালয়ে সাংবাদিকদের শাজাহান খান জানান, ধর্মঘট ডাকা হয়েছে, তাই তিনি জানেন না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর