অষ্টগ্রামে উপজেলায় বাল্যবিবাহ বন্ধের জনসচেতনতায় দিনব্যাপী প্রশিক্ষণ

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে হাওর অষ্টগ্রামে উপজেলায় বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা তৈরির লক্ষে ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের আয়োজনে এবং স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সি ( জাইকা) সহায়তা এই প্রশিক্ষণ বাস্তবায়ন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ছিলেন, স্হানীয় সরকার বিভাগ কিশোরগঞ্জের উপ–পরিচালক জহিরুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ছালুয়া ঠাকুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস।

উক্ত প্রশিক্ষণের অংশ গ্রহণ করেন, দেওঘর ইউনিয়নের জনপ্রতিনিধি ,বাংগালপাড়া ইউনিয়নের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়নের পরিষদের সচিব, ইমাম, কাজী, পুরোহিত, শিক্ষার্থী সহ ৩৯ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : সালাহ উদ্দিন জানান, এছাড়াও উপজেলা উন্নয়ন ও পরিচালন প্রকল্পের আওতায় সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ৪ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষন, বেকারদের আত্ম নির্ভরশীলের লক্ষে ৭ দিনব্যাপী আউট সোর্সিং, ভিবিন্ন মাধ্যমিক শিক্ষকদের জন্য ২ দিনব্যাপী মাল্টিমিডিয়া কনটেন্ট বিষয়ক এবং কৃষি বিষয়ক কেচু সার তৈরির উপরে প্রশিক্ষণ হবে এতে অংশ গ্রহন করবে ৬৫০ জন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর