দেশে ফিরলেন স্পিকার ড. শিরীন শারমিন

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ১৩৯তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন।

আইপিইউ ও সুইস পার্লামেন্টের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় ১৪-১৮ অক্টোবর, ২০১৮ পর্যন্ত এ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়।

তিনি আইপিইউ অ্যাসেম্বলিতে উদ্ভাবন ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে শান্তি ও উন্নয়নে সংসদীয় নেতৃত্ব (Parliamentary leadership in promoting peace and development in the age of innovation and technological change) শীর্ষক জেনারেল ডিবেট ও স্টান্ডিং কমিটি অন সাসটেইনেবল ডেভলপমেন্ট, ফিন্যান্স এন্ড ট্রেড শীর্ষক ডিবেটে বক্তৃতা প্রদান করেন। এসময়ে স্পিকার আইপিইউ’র জেনারেল সেক্রেটারি মার্টিন চুং গং এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এছাড়াও তিনি সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি  হিসেবে অংশ নেন।

উল্লেখ্য, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশ নেন।

স্পিকারকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে  উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর