ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠিত

হাওর বার্তা ডেস্কঃ দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহের জামালপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুরসহ চার জেলার জনগুরুত্বপূর্ণ দাবী বাস্তবায়ন এবং সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক আন্দোলন করার জন্যে ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়েছে। বর্ষিয়ান আইনজীবী প্রবীণ রাজনৈতিক অ্যাডভোকেট আনিসুর রহমান খানকে সভাপতি, ঢাকা মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবুকে সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালামকে সিনিয়ন সহ-সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান গতকাল এই কমিটির অনুমোদন দিয়েছেন।

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি নিরূপঃ সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সহ সভাপতি যথাক্রমে- অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ, অধ্যাপক ইউসুফ খান পাঠান, অ্যাডভোকেট জাহিদ আনোয়ার, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অধ্যাপক ডা: সোহরাব আলী, আব্দুল মান্নান খান, কাজী রানা ও ফেরদৌস আরা মাহমুদা হেলেন।

সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, যুগ্ম-সাধারণ সম্পাদক (সিনিয়র) : প্রকৌশলী নুরুল আমিন কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে: অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট আশরাফুল হক জর্জ, রাশেদুল হাসান শেলি,

কাজী আজাদ জাহান শামীম, ড. মোঃ সিরাজুল ইসলাম, সৈয়দ আতিকুর রহমান ছানা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার (সাংবাদিক) ও খানে এ আলম খান। সাংগঠনিক সম্পাদক যথাক্রমে: অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন,

মোঃ জাহাঙ্গীর সেলিম, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহিন ও হারুন অর রশিদ তালুকদার। দপ্তর সম্পাদক : শহিদুর রহমান শহিদ, কোষাধ্যক্ষ : ফয়জুর রহমান ফয়েজ, প্রচার সম্পাদক: মোঃ নজরুল ইসলাম সাংবাদিক, সহ- প্রচার সম্পাদক গাজী আলম ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক : অধ্যাপক মফিজুন নূর খোকা, সহ- সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবুল মনসুর, তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নিয়ামুল কবির সজল, সহ তথ্য ও প্রকাশনা সম্পাদক শামীম আশরাফ, পরিবেশ সম্পাদক শংকর সাহা, সহ-পরিবেশ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা। কার্যনির্বাহী কমিটি সদস্য যথাক্রমে: অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অধ্যক্ষ মোহা: আখতারুজ্জামান, অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম রানু, অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, অধ্যাপক আফতাব উদ্দিন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, কবি সাংবাদিক তালাত মাহমুদ, মনিরা সুলতানা মনি, গাজী মোজাম্মেল হোসেন টুকু, সাংবাদিক মনিরুল ইসলাম লিটন, মহিমা চৌধুরী আশা, মাহাবুব বিন সাঈফ, খন্দকার ফারুক আহম্মেদ, খন্দকার সুলতান আহম্মেদ, আইনুন নাহার ও
সুলতানা ফারজানা মায়া।

বিভাগ গঠনের পর এই সংগঠনের আহবায়ক কমিটি গঠিত হয়েছিলো। এরপর ১৩ অক্টোবর বিভাগরে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির প্রস্তাব করা হয়ে গতকাল এই কমিটির অনুমোদন করেন দীর্ঘ ২৬ বছর ধরে বিভাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত সংগঠন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি ও নবনির্বাচিত ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন পরিষদ সভাপতি বর্ষিয়ান আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান খান। রাজধানী ঢাকাসহ চার জেলায় যারা বিভাগ আন্দোলনের সাথে জড়িত ছিলেন তারাই এই কমিটিতে স্থান পেয়েছে নবগঠিত কমিটির অফিষেক অনুষ্ঠান শেরপুর জেলায় অনুষ্ঠিত হবে বলে ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম জানান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর