সাহিত্যে নোবেল পেলেন সভেতলানা আলেক্সিয়েভিচ

বেলারুশের নারী গদ্যকার, সাংবাদিক সভেতলানা আলেক্সিয়েভিচ সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন । দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট ও সাহসিকতার বিষয়ে বহুমাত্রিক লেখার জন্য তিনি এ পুরস্কার জিতেছেন।

বৃহস্পতিবার বিকেলে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি সাহিত্যে নোবেল বিজয়ী ১১২তম লেখক হিসাবে সভেতলানার নাম ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার বাবদ ৮০ লাখ ক্রোনার তুলে দেয়া হবে।

গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন ফরাসি ঔপন্যাসিক প্যাত্রিক মোদিয়ানো।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

আগামীকাল শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর