ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ৩৮৪

হাওর বার্তা ডেস্কঃ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪ জনে দাঁড়িয়েছে। এদিকে চিকিৎসকরা আহত শত শত লোককে সেবা দিতে এবং উদ্ধারকর্মীরা ভূমিকম্প ও সুনামির আঘাত হানা এ অঞ্চলে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। খবর এএফপি’র।

দেশটির মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে পাঁচ ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউ আঘাত হানার একদিন পর মৃতের এ সংখ্যার কথা জানানো হলো।

পালুতে ৭.৫ তীব্রতার এই ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং স্থানীয়রা তাদের বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে চলে গেছে। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের পর উুঁচ ঢেউ এলাকাটিতে আছড়ে পড়ে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পলা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। ভিডিও ফুটেজে পানির ঢেউয়ে বেশ কয়েকটি বড় ভবন ধসে পড়ার ও একটি বড় মসজিদের ভেতর পানি ঢুকে পড়তে দেখা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে সর্বশেষ প্রচ- শক্তিশালী ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার আগে ১০ কিলোমিটার গভীরে মধ্যাঞ্চলীয় সুলাওয়েসিতে আঘাত হেনেছে।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো এক বিবৃতিতে বলেন, ‘ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘এ সময় ভীতসন্ত্রস্ত বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর