আমি বর্ষাকালে সাতরিয়ে মিঠামইন বাজার থেকে বাড়িতে গিয়েছি : রাষ্ট্রপতি

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হবে। নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে আাগামী ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছি। আমি বর্ষাকালে সাতরিয়ে মিঠামইন বাজার থেকে বাড়িতে গিয়েছি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ জন্মভূমি মিঠামইনে তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, উন্নয়নশীল দেশ গড়তে হলে তোমাদের সৎ থাকতে হবে। সৎ হয়ে কাজ করতে হবে।

মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, হাইকোর্টের বিচারপতি আমির হোসেন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মোঃ সারোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, মিঠামইন উপজেরা পরিষদ চেয়ারম্যান আব্দুস শাহিদ ভূইয়া।

এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপতি মিঠামইনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

আজ ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি বাড়ির মসজিদে জুমার নামাজ পড়ে বাবা মায়ের কবর জিয়ারত করবেন। পরে বিকেলে হেলিকপ্টারযোগে বঙ্গবভনের উদ্দেশ্যে মিঠামইন ত্যাগ করবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর