মিম ও রাজিবের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিতে চায় জাবালে নূর

হাওর বার্তা ডেস্কঃ শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মিম ও রাজিবের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিবে জাবালে নূর পরিবহনের মালিক। আজ রোববার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃপক্ষ হাইকোর্টে এ তথ্য জানিয়েছে।

হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়। পরে আদালত এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছেন।

জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিজেই শুনানি করেছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন।

এর আগে গত ৩০ জুলাই ১২ আগস্ট বিআরটিএ-কে প্রতিবেদন দাখিল করতে বলেন হাইকোর্ট।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর